ইলুমিনাতি


ইলুমিনাতি

দ্য ইলিউমিনাটি একটি গুপ্ত সংগঠন। ১৭৭৬ সালের ১ মে ব্যাভারিয়া তে অ্যাডাম ওয়েইশপ্ট এই সংগঠন টি প্রতিষ্ঠা করেন। ইলুমিনাতি শব্দের অর্থ "যারা কোনো বিষয়ে বিশেষ ভাবে আলোকিত বা জ্ঞানার্জনের দাবী করে" অথবা "বিজ্ঞান বিষয়ে বিশেষ জ্ঞান সম্পন্ন কোনো দল"।

অ্যাডাম ওয়েইশপ্ট একজন জেসুইট ছিলেন । পরে ব্যাভারিয়ার ইংগোল্‌স্‌তাদ বিশ্ববিদ্যালয়ে খ্রিষ্টান ধর্মীয় বিষয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। কিন্তু পরবর্তীকালে তার হাতেই গড়ে উঠে এই ইলুমিনাতি। অনেকেই ধারণা করে থাকে যে ইলুমিনাতি এর সৃষ্টির পিছনে মূল ভূমিকা পালন করেছে ফ্রিম্যাসন্স রা। ক্যাথলিক খ্রিষ্টান দের চোখে ইলুমিনাতিরা ষড়যন্ত্রকারী হিসেবে পরিগণিত হয়। অনেকের মতে এরা নতুন বিশ্ব ব্যাবস্থা গড়ে তোলার পরিকাঠামো নিয়ে কাজ করে যাচ্ছে।ড্যান ব্রাউন রচিত এঞ্জেল্‌স অ্যান্ড ডিমন্‌স উপন্যাস প্রকাশের ফলে এই সংগঠনটি আধুনিক কালে আবার আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়।
ইতিহাস

ইলুমিনাতি প্রতিষ্ঠিত হয় ১ মে,১৭৭৬ সালে ,ইঙ্গলস্তাদত(উচ্চ বাভারিয়া) এ। এটি প্রতিষ্ঠা করেন খ্রিস্ট ধর্মে দীক্ষিত অ্যাডাম ওয়েইশাপুত,যিনি ছিলেন ইঙ্গলস্তাদত বিশ্ববিদ্যালয় এর "ক্যাথলিক গির্জা আইন" বিভাগের প্রথম লে(কোন নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ নন) অধ্যাপক , সংগঠনটি সাজানোর মাধ্যমে।এর সর্বপ্রথম সদস্য ৪ জন।
কার্যক্রম

প্রচুর ষড়যন্ত্র তত্ত্ব মতে, শক্তিমান সিক্রেট সোসাইটি ইলুমিনাতি মূলত এ বিশ্বের সকল প্রধান ঘটনা নিয়ন্ত্রণ করে।
১. ফ্রেঞ্চ বিপ্লবের সূচনাও ইলুমিনাতির হাতেই।
২. নেপোলিয়নের ওয়াটারলু যুদ্ধের ফলাফল নির্ধারণ করে ইলুমিনাতি।
৩. শয়তানের উপাসনার মাধ্যমে স্বার্থ হাসিল করে ইলুমিনাতি। খ্রিস্টান ও মুসলিম ষড়যন্ত্র তত্ত্বমতে, ইলুমিনাতির এক চোখা প্রতীক প্রমাণ করে যে, ইলুমিনাতি হলো সেই সংঘ যারা একচোখা দাজ্জাল (কিংবা বাইবেল মতে ৬৬৬ বা অ্যান্টিক্রাইস্ট ) এর আগমনের পথ সুগম করছে।
ইলুমিনাতির অভুত্থান

ইলুমিনাতির সঠিক উদ্ভব কারণ এখনো বিশ্লেষকদের কাছে পরিষ্কার নয়। নতুন পৃথিবী গড়া তাদের মূল লক্ষ্য হলেও আপাতদৃষ্টিতে তারা ধর্মীয় কুসংস্কারাচ্ছান্ন সমাজের বিরুদ্ধে গুপ্তভাবে যথেষ্ট সোচ্চার। বিশেষভাবে ধারণা করা হয় মধ্যপ্রাচ্য এবং এশিয়ার ধর্মীয় নৈতিক স্খলন গুলো এদের দ্বারাই প্রকাশ্যে আসে। ধারণা করা হয় এই ঘটনাগুলির সূত্রপাত থেকে ঘটনাপ্রবাহে জনসম্মুখে আসা- সকল ক্ষেত্রেই অদৃশ্যভাবে ভূমিকা পালন করে। যেমন ধরা যাক হিন্দুধর্মের একটি বিলুপ্ত কুসংস্কার হল সতীদাহ প্রথা। এই একবিংশ শতাব্দীতেও এমন কোন ঘটনা হয়ত ঘটবে তাও আবার ওই ধর্মের কোন এক পুরোহিতের(PRIEST) দ্বারা। এই সম্পূর্ণ ঘটনা এবং এর বিরুদ্ধে জনমত উথ্বাপনে এদের প্ররোচনাকে অনেকেই কলকাঠি হিসেবে ধারণা করেন। কিছু বিশেষজ্ঞ এরকম সংগঠনকে এবং এদের কার্যক্রমকে কাল্পনিক মনে করেন।
আধুনিক সংস্কৃতিতে ইলুমিনাতি

নতুন করে বর্তমান সময়ে এটি আবার আলোচিত হতে শুরু করেছে ড্যান ব্রাউন এর "অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস" উপন্যাসের মাধ্যমে। মানুষ মনে করে থাকে ইলুমিনাতি সদস্যরা পৃথিবী নিয়ন্ত্রণ করে।তবে তার কোনো বাস্তব প্রমাণ নেই।

Translated into English


The Illuminati

The Illuminati is a secret organization. Adam Weishaupt founded the organization on May 7 in Bavaria. The word Illuminati means "those who seek enlightenment or enlightenment in a particular way" or "a party with special knowledge in science."

Adam Weishaupt was a Jesuit. Later he joined Christian Religious Affairs at Ingolstadt University in Bavaria. But later, the Illuminati came into his own hands. Many people believe that the Freemasons played a key role in the creation of the Illuminati. In the eyes of the Catholic Christian, the Illuminati were regarded as conspirators. According to many, they have been working with the infrastructure to build a new world order. The publication of the Angels and Demons novel by Dan Brown made the organization a turning point in modern times.

History

The Illuminati was established on May 9, in Ingolstadt (Upper Bavaria). It was founded by Adam Weishaupt, a baptized Christian, who was a first-level professor of English Catholic law at the University of Angstadt, by organizing the organization.

Activities

According to many conspiracy theories, the powerful Secret Society of Illuminati basically controls all major events in the world.

১. The beginning of the French Revolution was also in the hands of the Illuminati.

2. The Illuminati determine the outcome of Napoleon's Waterloo War.

৩. The Illuminati gains interest through the worship of Satan. In the Christian and Muslim conspiracy theories, one eye symbol of the Illuminati proves that the Illuminati is the organization that is paving the way for the coming of the Dajjal (or, according to the Bible, the Antichrist).

The uprising of the Illuminati

The exact origin of the Illuminati is not yet clear to analysts. Although their main goal is to create a new world, they are apparently quite vocal against religious bigotry. Specifically, it is believed that religious ethics in the Middle East and Asia are exposed by them. It is thought that from the onset of these events to the public flow of events - in all respects, they play an invisible role. For example, one of the extinct superstitions of Hinduism is the Satidah tradition. Even in the twenty-first century, such an event may happen again by one of the priests of that religion (PRIEST). Many view this whole incident and their propaganda as provoking public opinion against it. Some experts consider such organizations and their activities imaginary.

Illuminati in Modern Culture

In the present, it has begun to be discussed again through Dan Brown's novel "Angels and Demons." People think the members of the Illuminati control the world.
Boktiar Shakil

Hi, my name is Boktiar Shakil. and I am a full-stack web developer, Digital Marketer and Freelancer.

Post a Comment

Previous Post Next Post