ধূমপান ছাড়ার ১৩ কৌশল || 5 Tips to Quit Smoking:



ধূমপান ছাড়ার ১৩ কৌশল :
যদি আত্মহননের পথে চলতে চান তবে ধূমপান করুন। আর সুন্দর পৃথিবীতে বাঁচতে চাইলে ধূমপান অবশ্যই ছেড়ে দিন। আজকাল বিদেশে অনেক সিগারেটের প্যাকেটে এধরনের সতর্ক সংকেত লেখা হয়। ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপানের কুফল হিসেবে ফুসফুসের ক্যান্সার, হার্টের রক্তনালি সরু হয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বৃদ্ধি, মস্তিষ্কে রক্ত চলাচলে বাধা, যৌন ক্ষমতা হ্রাসসহ নানা ক্ষতিকর দিক রয়েছে ধূমপানের। অনেকেই ধূমপান নামক এই ঘাতককে চিরতরে নির্বাসনে দিতে চান কিন্তু নানা কারণে ধূমপান আর ছাড়া হয় না। বিশেষজ্ঞগণ ধূমপানের আসক্তি থেকে নিজেকে রক্ষার ১৩টি উপায় বলে দিয়েছেন। এসব অনুসরণ করলে অবশ্যই ধূমপান ছাড়া সম্ভব। এ ১৩টি উপায় হচ্ছে-
১. প্রথমে সিদ্ধান্ত নিন কেন ধূমপান ছাড়া আপনার জন্য জরুরি। অর্থাৎ কি কারণে ধূমপান ছাড়তে চান। যেমন ক্যান্সার ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে।
২. কোন ধরনের থেরাপি বা বিকল্প মেডিকেশন ছাড়া ধূমপান ছাড়া ঠিক নয়। কারণ সিগারেটের নিকোটিনের ওপর ব্রেইন অনেক ক্ষেত্রে নির্ভরশীল হয়ে পড়ে। ছেড়ে দিলেই নানা উপসর্গ শুরু হয়। তাই সিগারেটের বিকল্প থেরাপির কথা চিন্তা করতে হবে।
৩. নিকোটিনের বিকল্প গাম, লজেন্স ইত্যাদি ব্যবহার করতে হবে।
৪. নিকোটিনের বিকল্প ওষুধ সেবন করা যেতে পারে।
৫. একা একা ধূমপান না ছেড়ে পরিবারের অন্যান্য সদস্য (যদি ধূমপায়ী থাকেন), বন্ধু-বান্ধব ও সহকর্মীদের উত্সাহিত করে একসঙ্গে ধূমপান ত্যাগের ঘোষণা দিন।
৬. মানসিক চাপ কমাতে চেষ্টা করুন। প্রয়োজনে হালকা ম্যাসাজ নিন।
৭. অ্যালকোহল পরিহার করুন।
৮. মনোযোগ অন্যদিকে নিতে ঘরের কাজ অথবা অন্য যে কোন কাজ করতে চেষ্টা করুন।
৯. ধূমপান ত্যাগের জন্য বার বার চেষ্টা করুন। একবার ছেড়ে দিলে দ্বিতীয় বার আর ধূমপান করবেন না।
১০. নিয়মিত ব্যায়াম করুন।
১১. প্রচুর পরিমাণ সবুজ শাক-সবজি ও রঙিন ফলমূল খান।
১২. ধূমপান বন্ধ করে যে আর্থিক সাশ্রয় আপনার হবে তার একটা অংশ জনকল্যাণ অথবা হালকা বিনোদনে ব্যয় করুন।
১৩. আর ধূমপান ছাড়ুন বন্ধু-বান্ধব বা প্রেমিক-প্রেমিকাকে খুশি করার জন্য নয়, বরং আপনার সুস্বাস্থ্যের জন্যই এটা করেছেন। এমন জোরালো অবস্থান নিন।
ধুমপান হারাম যে সব কারণে:
১) এটি বিভিন্ন রোগের কারণ ও স্বাস্থের জন্য ক্ষতি কারক। নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হারাম। “…নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না।”[বাকারা: ১৯৫]
২) এটি মৃত্যুর অন্যতম একটি কারণ। আর আত্মহত্যা করা হারাম। “আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না।” [নিসা: ২৯]
৩) এর মাধ্যমে ধুমপায়ী নিজের যেমন ক্ষতি করে অন্যের ক্ষতি করে। আবু সাঈদ আল-খুদরি (রা) রাসূল(সা) থেকে বর্ণনা করেছেন যে,” নিজের ক্ষতি স্বীকার করবেনা, অন্যকেও ক্ষতিগ্রস্ত করবেনা।” (মুয়াত্তা মালিক; হাদিস নং ৩২; হাদীসটির ইসনাদ সহীহ)
৪) অর্থ অপচয় হয়। “অপচয়কারী শয়তানের ভাই।” [সূরা ইসরা: ২৭]
৫) মুসলিম-অমুসলিম সকলেই একমত যে নিকোটিন একটি ক্ষতিকারক বস্তু। আল্লাহ তায়ালা নাপাক জিনিস ভক্ষণ করতে নিষেধ করেছেন। “…তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষনা করেন ও নিষিদ্ধ করেন যাবতীয় নাপাক ক্ষতিকারক বস্তুসমূহ” [আরাফ: ১৫৭]
৬) এটি একটি প্রকাশ্য পাপ। আর প্রকাশ্যে পাপাচার করার শাস্তি আরও বেশী।
৭) আল্লাহ নির্দেশের সরাসরি বিরোধিতা এটি। কেননা, আল্লাহ তায়ালা পবিত্র ও হালাল জিনিস
ভক্ষণ করতে আদেশ করেছেন। “হে ঈমানদারগণ, তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার কর, যেগুলো আমি তোমাদেরকে রুযী হিসাবে দান করেছি এবং শুকরিয়া আদায় কর আল্লাহর, যদি তোমরা তাঁরই বন্দেগী কর।” [সূরা বাকারা: ১৭২]
৮) তামাক নেশা দ্রব্যের অন্তর্ভূক্ত। কম হোক বা বেশী হোক সকল প্রকার নেশা দ্রব্য ইসলামে হারাম। [সূনানে ইবনে মাজাহ, ৩য় খন্ড, অধ্যায়ঃ ৩০, হাদীস নংঃ ৩৩৯২)
৯) ধূমপানের মধ্যে রয়েছে জাহান্নামী খাদ্যের বৈশিষ্ট্য। “এটা তাদের পুষ্টিও যোগাবেনা ক্ষুদাও নিবারন করবেনা।” [সূরা আল-গাশিয়াহঃ ৭]

Translated into English 

5 Tips to Quit Smoking:

If you want to go on suicide, then smoke. And if you want to live in a beautiful world, quit smoking. Nowadays, cigarette packets of many cigarettes are written in such a way. Smoking is harmful to health. There are various harmful aspects of smoking including lung cancer, increased risk of heart attack by narrowing the blood vessels of the heart, obstructing blood flow to the brain, and loss of sexual ability. Many people want to put the killer of smoking forever in exile, but for various reasons smoking is no more. Experts say there are eight ways to protect yourself from smoking. Following these is certainly possible without smoking. These are the 7 ways-

১. First, decide why smoking is important for you. That is why you want to quit smoking. Such as to reduce the risk of cancer and heart attack.

2. Without any type of therapy or alternative medicine, smoking is not okay. Because the brain is dependent on cigarette nicotine in many cases. If you quit, then the symptoms begin. So you need to think about alternative cigarette therapy.

৩. Nicotine substitutes should be used for gum, lozenges, etc.

৪. Nicotine can be used as an alternative medicine.

৫. Announce quit smoking together by encouraging other family members (if smokers), friends and colleagues to quit smoking alone.

৬. Try to reduce stress. Take a light massage if needed.

৭. Avoid alcohol.

৮. Try doing housework or whatever else to get your attention.

৯. Try again and again to quit smoking. Don't quit smoking a second time.

১০. Exercise regularly.

১১. Eat plenty of greens and colorful fruits.

12. Spend a portion of the financial savings you will have on smoking cessation in public welfare or light entertainment.

১৩. And quit smoking, not just to please your friends or boyfriend, but to your well-being. Take such a strong position.

All the reasons that smoking is forbidden:
3) It is the cause of various diseases and harmful to health. It is forbidden to push yourself to destruction. "... don't let your life be ruined."

2) It is one of the causes of death. And suicide is forbidden. "And you shall not kill yourself." [Nisa: 25]

3) By doing this, the smoker does such damage to others. Abu Sa'id al-Khudri (may Allah be pleased with him) narrates from the Messenger of Allah (peace be upon him), "Do not admit your loss, nor do you harm anyone else." (Muwatta Malik;

3) Money is wasted. “Brother of the Wicked Devil.” [Surah Isra: 23]

3) Muslim-non-Muslims all agree that nicotine is a harmful substance. Allah forbid to eat unclean things. "... declares all holy things for them to be lawful and prohibits all unclean harmful things" [Araf: 1]

3) This is a manifest sin. And the punishment for public sin is even greater.

3) This is in direct opposition to Allah's command. Because Allah Ta'ala is a pure and lawful thing

Ordered to eat "O ye who believe! Eat of the good things that We have provided for you, and give thanks to Allah, if you serve Him." [Surah Baqarah: 12]

3) Tobacco contains intoxicants. All kinds of intoxicants, whether less or more, are forbidden in Islam. [Sunan ibn Majah, vol. 3, chapter 1, hadith no. 12)

3) Smoking has the characteristics of a fiery diet. "It will not nourish the hungry, nor will it nourish them."
Boktiar Shakil

Hi, my name is Boktiar Shakil. and I am a full-stack web developer, Digital Marketer and Freelancer.

Post a Comment

Previous Post Next Post